লুইস এনরিকের যুগে বার্সেলোনার শুরুটা কেমন হবে সে নিয়ে হয়তো সন্দিহান ছিলেন অনেকেই। নতুন সব খেলোয়াড় যার মধ্যে অনেকেই তরুণ, নতুন স্টাইল; সমালোচক তো বটেই সমর্থকদেরও চিন্তার শেষ ছিল না। কিন্তু সব ভয়, সব দ্বিধা উড়িয়ে দিতে মাত্র ৪২ মিনিট সময় নিলেন বার্সেলোনার তালিসমান, লিওনেল মেসি। এই স্ট্রাইকারের জোড়া গোলে সব শঙ্কা উড়িয়ে অনায়াসে জয় নিয়েই নতুন যুগে প্রবেশ করলো কাতালানরা। একই সঙ্গে স্মরণীয় হয়ে রইলো এনরিকের বার্সেলোনায় প্রত্যাবর্তনটা। এলচের বিরুদ্ধে ৩-০ গোলের এই জয়ের পর মেসিকে প্রশংসার বৃষ্টিতে সিক্ত করেছেন এনরিকও। টানা চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়টির পারফরম্যান্সকে একবাক্যে 'জাদুকরী' হিসাবে আখ্যায়িত করেছেন তিনি।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলার পর এটাই ছিল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। অন্যদিকে, বার্সেলোনার মূল দলের দায়িত্বে এটা ছিল এনরিকেরও প্রথম ম্যাচ। এর আগে সেল্টা ভিগো এবং রোমার কোচ হিসাবে কাজ করা এনরিকে দারুণ খুশি মেসির পারফরম্যান্সে। খেলোয়াড় এবং অধিনায়ক হিসাবে আট বছর বার্সেলোনায় কাটানো এনরিক বলেন, 'আমি জানতাম সে-ই বিশ্বসেরা। শুধু তাই নয়। যে কোন পজিশনে বিশ্বসেরা হবার ক্ষমতা আছে তার। সে যদি চায় বিশ্বের সেরা ডিফেন্ডার হতে, তাহলে সেটা হবার ক্ষমতা আছে তার। তার এমন কিছু গুণ আছে যেগুলো খুঁজে পাওয়া সত্যিই কঠিন।'
খেলার মাঠে তো বটেই অনুশীলনেও মেসি এমন অদ্ভুত সব কাজ করেন যে, মেসিকে একজন জাদুকর হিসাবে মেনে নিতে আপত্তি নেই এনরিকের। ৪৪ বছর বয়সী এই কোচ বলেন, 'এখানে সে কি করতে পারে সেটা আমরা এর মধ্যেই দেখেছি। আমি বিস্মিত হই যখন অনুশীলনেও সে এগুলো করে। সেখানে এধরনের কিছু করাটা আরো কঠিন। কারণ, সেখানে তার কাছাকাছি মানের আরো কিছু খেলোয়াড় আছে।'
৪২ মিনিটে প্রথম গোলের পর বিরতির পরপরই নিজের দ্বিতীয় এবং বার্সেলোনার পক্ষে তৃতীয় গোলটি করেন মেসি। ফলে নিশ্চিত হয়ে যায় ১০ জনের দল নিয়েও এলচের বিরুদ্ধে জয় নিয়েই মাঠ ছাড়ছে লিগের ২০১২ আসরের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, প্রথমার্ধের শেষদিকে মারাত্মক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাভিয়ের ম্যাশেরানো।
এনরিকে উচ্ছ্বসিত পুরো দলের পারফরম্যান্সেই, 'এই ধরনের শুরুতে আমার অবশ্যই খুশী হওয়া উচিত। ম্যাচের শুরুতে আমরা আশা করেছিলাম সুযোগ সৃষ্টি করতে হয়তবা আমাদের কিছুটা বেগ পেতে হবে। কারণ এলচের রক্ষণভাগ দারুণ সংঘবদ্ধ। কিন্তু ম্যাচের সময় যতই গড়িয়েছে আমরা নিজেদের মেলে ধরার চেষ্টা করেছি এবং পেরেছি।' সকারওয়ে/ ওয়েবসাইট