লুই ফন গল স্বীকার করেছেন ম্যানচেষ্টার ইউনাইটেডের সমস্যা হলো আত্নবিশ্বাসের ঘাটতি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রবিবার সান্ডারল্যান্ডের মাঠে আত্মবিশ্বাসের
ঘাটতিই
সমস্যা
নিজেদের দ্বিতীয় খেলায় ১-১ গোলে ড্রয়ের পর ডাচ কোচটি তার এ অভিমত জানান।
ম্যানচেস্টার ইউনাইটেড গত শনিবার ওল্ডট্রাফোর্ডে সোয়ানসি সিটির কাছে লিগে নিজেদের প্রথম খেলাতে ২-১ গোলে পরাস্ত হওয়ার পর এবার অবশ্য এক পয়েন্ট হলেও আদায় করতে সক্ষম হয়। যদিও গল বলেছেন এক পয়েন্ট যথেষ্ঠ নয়।
কোচ ফন গলের জন্য অবশ্য এ সূচনা সুখকর নয়। তারওপর দলটি এদিনও ভাল নৈপুণ্য দেখাতে পারেনি। অথচ বিপক্ষের মাঠ স্টেডিয়াম অব লাইট এ ১৭ মিনিটে হুয়ান মাতার গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি ফন গলের দল। বরং দুর্বল রক্ষণের কারণে সান্ডারল্যান্ডের জ্যাক রডওয়েল বিরতির আগেই কণার শটে মাথা ছুইয়ে সমতা ফেরান।
ড্রটির পর শিরোপা পুণরুদ্ধারে মরিয়া ম্যান ইউ পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে গড়িয়ে গেল। গত রাতে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রানার্স আপ লিভারপুলের খেলাটির আগ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের খেলাগুলোয় কেবল টটেনহ্যাম, চেলসি ও সোয়ানসি সিটিই পুরো ছয় পয়েন্ট করে পেয়েছে।
ইউনাইটেড পরবর্তীতে দাপট দেখিয়েছিল। কিন্তু জয়ের সুযোগ খুজে পায়নি। ফন গল অবশ্য মনে করেন রবিন ফন পার্সি ও এরপর অ্যাশলি ইয়ংকে ফেলে দেয়ার কারণে তারা একটি পেনাল্টি পেতে পারতেন। রেফারি অবশ্য পেনাল্টির পরিবর্তে পড়ে যাওয়ার অভিনয়ের জন্য ইয়ংকে হলুদ কার্ড দেখান। যদিও তার কোচ মনে করেন বিপক্ষের খেলোয়াড়ের সাথে ইয়ংয়ের সংস্পর্শ হয়েছিল।
শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়লেও ফন গল বলেন,'এক পয়েন্ট ম্যানচেষ্টার ইউনাইটেডের জন্য কোন ভাবেই যথেষ্ঠ নয়। আমাদের আরো অনেক কাজ করতে হবে। খেলোয়াড়রা ম্যাচটির পর খুবই হতাশ। কারণ আমরা ভেবেছিলাম আমি জিততে যাচ্ছি।'
তিনি আরো বলেন,'এমন সব পরিস্থিতিতে আমরা অনেকবার বল খোয়াই যা আমি আশা করিনি। আমরা প্রাধান্য বিস্তার করলেও কোন সুযোগ তৈরি করতে পারিনি। সেটাই হতাশাব্যঞ্জক।'
তিনি আরো বলেন,'আমি মনে করি ব্যাপারটা ঘটছে আত্নবিশ্বাসের ঘাটতির কারণে। যুক্তরাষ্ট্রে (প্রাক মৌসুমে) আরো ভাল খেলা হয়েছে। আমাদের আরো উন্নতি ঘটাতে হবে। তবে এ জন্য সময় লাগবে। আপনি বলতে পারবেন না, এ জন্য কত সময় লাগবে। আপনি যদি পরের খেলাটিই জেতেন, সেক্ষেত্রে আত্নবিশ্বাস ফিরে পাওয়া যাবে।'
ধারণা করা হচ্ছে ইউনাইটেডের এ দুর্দশা লাগব হবে সহসাই বৃটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার আগমনে। গুঞ্জরন আছে যে ডি মারিয়া এরকম একটা ফিতেই স্পেন থেকে ইংল্যান্ডে এসে পৌছাচ্ছেন। যদিও ফন গল এ বিষয়টির সাথে নিজেকে জড়াতে রাজি হননি।
এ প্রসঙ্গে তিনি শুধু বলেন,'আমি ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে কিছু বলতে পারি না। ট্রান্সফারটা সম্পন্ন হলেই কেবল আমরা বিষয়টি নিয়ে কিছু বলতে পারি। সেরকম কিছু ঘটলে ম্যানচেষ্টার ইউনাইটেড বিষয়টি ঘোষণা করবে।'
তিনি বিষয়টি নিয়ে এরপর কিছুটা মজা করে বলেন,'এটা কেবল ডি মারিয়া নয়, হতে পারে ভিডাল, মেসিও। ম্যানচেষ্টার ইউনাইটেড তো অনেক বড় ক্লাব।'
এদিকে ফন পার্সিও প্রিমিয়ার লিগে তার দলের বাজে সূচনার প্রেক্ষিতে হতাশা প্রকাশ করে তার সতীর্থদের নিজেদের জাত চেনানোর আহবান জানান। তবে ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারনী খেলায় জয়ের পর আবার মাঠে নেমে দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে 'ভাল' বোধ করার কথা জানান ডাচ খেলোয়াড়টি। তিনি অবশ্য এও জানান যে আগামি কয়েক সপ্তাহে ফন গলের দল নিজেদের ফর্ম খুজে পাবে।
ফন পার্সি ড্র হওয়া খেলাটির পর ম্যান ইউ টিভিকে বলেন,'আমরা রবিবার দুই পয়েন্ট খুইয়েছি। স্পষ্টতই আমরা এখানে এসেছিলাম জয়ের জন্য। আমরা যখন ১৫ কিংবা কাছাকাছি সময়ে এগিয়েই গেলাম, তাহলে আমাদের উচিত ছিল সেটা দীর্ঘ সময় ধরে রাখা। বল পায়ে রেখে আদান প্রদানের ক্ষেত্রে আমাদের কিছুটা গাফিলতি ছিল। সে কারণেই আমরা নিজেরাই নিজেদের জন্য পরিস্থিতি কঠিন করে ফেলি।'
তিনি আরো বলেন,'আমরা দুটো খেলায় অংশ নিয়েছি এবং পেয়েছি কেবল এক পয়েন্ট। আমরা ছয় পয়েন্ট পেতে চেয়েছিলাম। কিন্তু সেটা ঘটেনি। কাজেই আমাদের ঘুরে দাড়াতে হবে।' মেইলঅনলাইন/সকারওয়ে