রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় মিছিল ও নারী সমাবেশ
ওয়াদুদ আলী, রংপুর প্রতিনিধি
অপসংস্কৃতি-অশ্লীলতা,মাদক-জুয়া, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার বন্ধ এবং মৌলবাদ-সামপ্রদায়িকতা প্রতিরোধে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে রংপুর ও রাজশাহী বিভাগের নারীদের অংশগ্রহণে বিশাল একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌরবাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব ও গ্রান্ড হোটেল মোড় হয়ে পুনরায় পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে টাউন হল মিলনায়তনে নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে এবং রংপুর জেলা শাখার সভাপতি প্রভাষক আরশেদা খানম লিজুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ-কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহবায়ক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। সমাবেশ থেকে অশ্লীলতা, অপসংস্কৃতি, মাদক-জুয়া, নারী নির্যাতন, নারী পাচার বন্ধ এবং মৌলবাদ সামপ্রদায়িকতা-বিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৫ ও ২১ অক্টোবর রংপুর-রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় সপ্তাহব্যাপী অপসংস্কৃতি, অশ্লীলতাবিরোধী অভিযান এবং জনসংযোগ ও প্রচারপত্র বিলি, ২১ অক্টোবর জনসংযোগ ও প্রচারপত্র বিলি শেষে প্রতিটি জেলা-উপজেলায় একযোগে একই সময়ে অশ্লীল পোস্টারে কালিলেপন, অপসারণ ও অগ্নিসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যথায় প্রশাসন যদি অশ্লীলতা, অপসংস্কৃতি, মাদক, জুয়া, অশ্লীল নৃত্য বন্ধে কার্যকর আইনী উদ্যোগ গ্রহণ না করে তাহলে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ-কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি।