শিল্পকলা একাডেমিতে চলছে সাহিত্য-নির্ভর নাট্যোত্সব। গতকাল সোমবার টাঙ্গাইল, ভোলা, কিশোরগঞ্জ, নরসিংদী, জয়পুরহাট, খাগড়াছড়ি, রাজশাহী ও বান্দরবান জেলা শিল্পকলা একাডেমীর নাট্যদলগুলো ৮টি নাটক মঞ্চস্থ করে। শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হলো জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা 'কেউ কথা রাখেনি' অবলম্বনে নাটক।
দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীসহ এর সাথে সংশ্লিষ্টদের অর্থনৈতিক ও নৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো 'বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস)। গতকাল সোমবার সকালে প্রেসক্লাবে বিএলসিপিএস-এর আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি ও কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত মোস্তফা, সাধারণ সম্পাদক হামিন আহমেদ, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, মনির খান, মাকসুদ, আইয়ুব বাচ্চু, শুভ্র দেব এবং বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএলসিপিএসের আইনি পরামর্শক ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ-সহ অন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিক সম্মেলনে কপিরাইট ও মেধাস্বত্ব আইন অনুযায়ী গীতিকার, সুরকার ও শিল্পীরা কীভাবে সুবিধাবঞ্চিত হচ্ছেন এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনার পূর্বে বিএলসিপিএস-এর সভাপতি ও কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন লিখিত বক্তব্য পাঠ করেন।
নজরুল স্মরণে বাংলা একাডেমিতে
আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলা একাডেমি আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে প্রবন্ধ পাঠ, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নজরুলকে আমরা যতটুকু জানি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল। নজরুল বিষয়ক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট নজরুল গবেষক, এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।
নাটমণ্ডলে চীন-বাংলাদেশ
সাংস্কৃতিক সভা
আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটণ্ডমল চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের সঙ্গে সিআরআই-এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক সভা।