ঢাকায় নাটোর জেলা সমিতি। নাটোরের এক প্রাণের সংগঠন। ঐতিহাসিক এ সংগঠনটি দীর্ঘ পথ চলায় শিড়্গা ও জীবন-জীবিকার প্রয়োজনে জন্মভূমি নাটোর ছেড়ে ঢাকায় বসবাসকারী মানুষদের শিড়্গা, বাসস্থান, কর্মসংস্থান তথা সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে বিরাট ভূমিকা পালন করছে। এক অর্থে এটি ঢাকায় নাটোরবাসীর অভিভাবক। স্থানীয়ভাবে জেলার বিভিন্ন দাবি-দাওয়া আদায়সহ ইতিহাস-ঐতিহ্য সংগ্রহ ও সংরড়্গণ, কৃষি শিড়্গার মান উন্নয়নে নানা মাত্রিক অবদান রাখছে। বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিকভাবেও আমাদের জেলা বাংলাদেশের যেকোন জেলা হতে কম সমৃদ্ধ নয়। বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন অবস্থিত আমাদের শহরে। বঙ্গের অর্ধেক ভূ-সম্পত্তির মালিক রাণী ভবানী নাটোরবাসী হিসেবে আমাদের সন্মানীত করে গেছেন। মহারাজা জগদিন্দ্রনাথ রায়, কবি জীবনানন্দ দাশের রহস্যাবৃত চরিত্র বনলতা সেন, বরেন্দ্র জাদুঘরের কুমার শরত্ রায়, ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, বুড়ির সুতা প্রণেতা মহসেন উলস্নাহ্ সরকার, কবিরত্ন মুহম্মদ হাসার উদ্দীন, মরমী কবি আহসান আলী, উত্তরবঙ্গের গর্বের মানিক ব্যারিস্টার আশরাফ আলী খান চৌধুরী, শেখ জুমন আলী, বিশিষ্ট বক্তা কাজী ইসমাইল হোসেন, বাংলা সাহিত্যের উজ্জ্বল নড়্গত্র প্রমথনাথ বিশী পদ্মভূষণ, সমাজসেবক-সংস্কারক মাদার বখশ, কাজী আব্দুল মজিদ, গজেন্দ্রনাথ কর্মকার, দুঃসাহসী বৈমানিক এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, কৃষক নেতা জসিম উদ্দিন, রাধাচরণ চক্রবর্তী, সাম্যবাদী চারু মজুমদার, বর্তমানে প্রচলিত বাংলাসনের প্রবর্তক অধ্যাপক এম এ হামিদ টি.কে, শংকর গোবিন্দ চৌধুরী প্রমুখ ব্যক্তিগণ আমাদেরকে যুগে যুগে সন্মানিত করেছেন। নাটোরবাসী গভীর কৃতজ্ঞতায় তাদেরকে স্মরণ করে। শিল্প-বানিজ্যে বর্তমানে কয়েক ব্যক্তি নাটোরবাসীর সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ বিশ্বের প্রায় ৭০টি দেশে নাটোরের মানুষের কৃষিপণ্য ও কর্মপ্রচেষ্টাকে পৌঁঁছে দিয়েছে। এই প্রতিষ্ঠানের সুবাদে সরাসরি শিল্প কারখানায় জেলার অর্ধলড়্গাধিক মানুষের কর্মসংস্থান ছাড়াও কৃষি ও পশুখামার ব্যবস্থায় প্রচুর মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল হয়েছে।
বিচারপতি, জজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিড়্গক, গবেষক, আইনজ্ঞ, পি.এস.সি সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সকলেই একেকটি স্বতন্ত্র নাটোরের ভূখন্ড হয়ে সমগ্র দেশ তথা বিশ্বময় আমাদের প্রিয় নাটোরকে ছড়িয়ে দিচ্ছেন গৌরব ও সন্মানের উচ্চাসনে। আমাদের নাটোরকে মহিমান্বিত করে চলেছেন ঢাকাসহ সারাদেশে কলকারখানায় শ্রমিক-দিনমজুর ভাইয়েরা, ড়্গুদ্র ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার মানুষ। নাটোরের সমৃদ্ধি অর্জনে কারও ভূমিকাকেই খাটো করে দেখার অবকাশ নেই।