:আপনার স্ত্রীর অপারেশনে আমরা লোকাল অ্যানেসথেসিয়া ব্যবহার করব।
:ডাক্তার, আমার অর্থের অভাব নেই, আমার স্ত্রীকে লোকাল কিছু দেবেন না। যা দেবেন সব যেন ইমপোর্টেড হয়।
এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে চলেছে বিমান। বিমানে যাত্রী হিসেবে আছেন দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার ভয়ে তটস্থ বিমানের সবাই।
গুরুত্বপূর্ণ ব্যক্তি :উফ্! এত শব্দ হচ্ছে কোথা থেকে? মাথা ধরে গেল।
বিমানবালা :স্যার, আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি।
কিছুক্ষণ পর।
গুরুত্বপূর্ণ ব্যক্তি :শব্দ বন্ধ হয়েছে, কিন্তু বিমানের গতি এত কমে গেছে কেন?
বিমানবালা :স্যার, শব্দটা আসছিল বিমানের ইঞ্জিন থেকে। আপনার অসুবিধা হচ্ছে বলে পাইলট কিছুক্ষণ আগে ইঞ্জিন বন্ধ করে দিয়েছেন।
একদিন এক ক্লার্ক তার এক বন্ধুকে বলল, জানিস কাল থেকে আমার অফিস দু সপ্তাহ ছুটি । বন্ধুটি জানতে চাইল, কীভাবে? কাল থেকে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি। তার পরের সপ্তাহে আমার বস ছুটিতে যাচ্ছেন।
রেফারি ম্যাচ চালাতে চালাতে খেয়াল করলেন, একটা মেয়ে দর্শকসারিতে বসে ভারি চিত্কার-চেঁচামেচি করছে। আর মেয়েটার গলা এমন চড়া, বারবার রেফারি ম্যাচ থেকে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। চলল কতক্ষণ এ রকম। শেষে আর সইতে না পেরে রেফারি মেয়েটার কাছাকাছি গিয়ে বললেন, 'আপনি খুব চেঁচামেচি করছেন, বহুক্ষণ ধরে খেয়াল করছি আমি।'
মেয়েটা গাল দুটো লাল করে জবাব দিল, 'হ্যাঁ, আমিও বহুক্ষণ ধরে দেখছি, ম্যাচ বাদ দিয়ে আপনি কেবল আমাকেই খেয়াল করছেন।'