ফেনী আলীয়া কামিল মাদ্রাসাটি বাংলাদেশের প্রাচীনতম কামিল মাদ্রাসা সমূহের মধ্যে অন্যতম। মাদ্রাসাটি ফেনী জেলা শহরের প্রাণ কেন্দ্রে প্রায় ৩ (তিন) একর জমির উপর সুপরিসর মনোরম পরিবেশে অবস্থিত। ১৯২৩ সালে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। প্রাক্তন এম.এল.এ মৌলভী ইব্রাহীম, মৌলভী আবদুর রাজ্জাক প্রাক্তন এম.পি.এ খায়েজ আহমদ প্রাথমিক উদ্যেগ গ্র্রহণ করেন। পরে বিশিষ্ট বুজুর্গ ও আলেম মাওলানা ওবায়দুল হক (রঃ) এর দীর্ঘ দিনের প্রচেষ্টায় ১৯৩২-১৯৮১ইং প্রখ্যাত মুহাদ্দিসবৃন্দ, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় পর্যায়ক্রমে এটি একটি আদর্শ ও শীর্ষ স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান রূপে গড়ে উঠে। ১৯৩১ সালে আলিম ১৯৩৩ ইং সালে ফাজিল এবং ১৯৫২ সালে সর্বোচ্চ কামিল স্তরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি লাভ করে। মাদ্রাসাটি বর্তমানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় অধীনে একটি স্নাতকোত্তর মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন, হাদীস, তাফসীর, ফিকহ, আরবি সাহিত্যের পাশাপাশি স্নাতক-স্নাতকোত্তর বাংলা, ইংরেজী, অর্থনীতি, ইতিহাস সহ উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, গণিত ও কৃষি শিক্ষার বিভাগ রয়েছে। বর্তমানে এখান থেকে যেসব শিক্ষার্থীরা পাশ করে যায় পরবর্তীতে তারা মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হয়ে কৃতিত্বের পরিচয় দিচ্ছে।