The Daily Ittefaq
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩, ০৯ কার্তিক ১৪২০, ১৮ জেলহজ্জ ১৪৩৪
সর্বশেষ সংবাদ শর্ত সাপেক্ষে কাল ঢাকায় সমাবেশের অনুমোতি পেয়েছে বিএনপি | চট্টগ্রামে নিষেধাজ্ঞা ভঙ্গ করে নোমানের নেতৃত্বে মিছিল | মমিনুলের শতকে শক্ত অবস্থানে বাংলাদেশ | এবার খুলনায়ও সভা-সমাবেশ নিষিদ্ধ | চলে গেলেন মান্না দে | কাল রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ না করার সিদ্ধান্ত | তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে: তথ্যমন্ত্রী | নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, সময় মতো তফসিল:সিইসি

ভিসির পদত্যাগের দাবি

জাবি শিক্ষক সমিতির ৭ দিনের কর্মবিরতি

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ৩০ অক্টোবর পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করলে পরবর্তীতে সর্বাত্মক ধর্মঘটে যাবে শিক্ষক সমিতি।

গত ৯ অক্টোবর ভিসি কর্তৃক শিক্ষক লাঞ্ছনা ও পরবর্তীতে ছাত্রলীগ কর্তৃক শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গত ২২ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আল্টিমেটাম পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে বহিষ্কার করেনি প্রশাসন। প্রতিবাদে গত মঙ্গলবার থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও প্রশাসনিক কাজ থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে ঈদ ও পূজার ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও শিক্ষকদের কর্মসূচির কারণে তা অসম্ভব হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সকল কার্যক্রমও। চলমান সংকট নিরসনে গতকাল আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি।

এই পাতার আরো খবর -
font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
সংসদে খালেদা জিয়ার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাব উপস্থাপন করেছে বিএনপি, আপনি কি মনে করেন সংসদ তার প্রস্তাব বিবেচনা করবে?
1 + 6 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
অক্টোবর - ২৫
ফজর৪:৪৪
যোহর১১:৪৩
আসর৩:৪৭
মাগরিব৫:২৮
এশা৬:৪১
সূর্যোদয় - ৬:০০সূর্যাস্ত - ০৫:২৩
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :