লিওনেল মেসির তারকাদ্যূতিতে আবারো দুর্দান্ত নৈপুণ্যে জ্বলে উঠলো বার্সেলোনা এবং পেল আরো একটি জয়। কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এমন সৌভাগ্যের পরিবর্তে হার মানতে বাধ্য হয়।
স্পেনের কোপা ডেল রে প্রতিযোগিতার শেষ ষোলোর (নকআউট) প্রথম লেগের খেলাগুলোয় গত বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মেসির জোড়া গোলে স্বাগতিক ও দ্বিতীয় বিভাগের দল কর্ডোবাকে ২-০ ব্যবধানে পরাজিত করে। অপরদিকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ স্বাগতিক সেল্টা ভিগোর কাছে ১-২ গোলে হেরে যায়।
ফিরতি লেগের খেলায় ১০ জানুয়ারি ন্যূ ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও কর্ডোবা। স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সেল্টা ভিগো ৯ জানুয়ারি।
আর্জেন্টিনা ও বার্সেলোনার সুপারস্টার মেসি এ নিয়ে চলতি বছরে ৮৮ গোল করলেন। এক বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন মেসির। তিনি ১৯৭২ সালে জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের এক পঞ্জিকাবর্ষে করা ৮৫ গোলের রেকর্ডটি ভেঙ্গে দেন গেল সপ্তায়।
মেসি লা লিগায় গত রবিবার রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করেন। এই ম্যাচে নামার আগে মেসির গোল ছিল ৮৪টি। জোড়া গোল করে মুলারকে ছাড়িয়ে গোল সংখ্যা নিয়ে যান ৮৬ তে। মুলার পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে ৮৫ গোল করেছিলেন। বার্সেলোনার হয়ে চলতি বছরে মেসির গোল এখন ৭৬টি এবং আর্জেন্টিনার পক্ষে ১২টি।
বার্সেলোনা দৃশ্যত কোয়ার্টার ফাইনালে পা দিয়ে রেখেছে। কারণ ফিরতি লেগের হবে নিজেদের মাঠে। তার মধ্যে বিপক্ষের মাঠে তারা দুই গোল দিয়ে এসেছে। মেসি খেলার ১১ ও ৭৪ মিনিটে গোল দুটি করেন।
সেল্টা ভিগোতে রিয়াল মাদ্রিদ হারলেও বিপক্ষের মাঠে একটি গোল করতে পেরেছে। ক্রিস্টিয়ানো রোনালদো গোলটি করেন। যদিও ম্যাচটি জিততে না পারা রিয়াল মাদ্রিদের জন্য হতাশাব্যঞ্জক। অতিথিদের অবাক করে দিয়ে ৫৬ মিনিটে সেল্টা ভিগোর মারিও বার্মেজো গোল করেন। সেল্টা প্রচন্ড চাপ প্রয়োগ করতে থাকে। ২২ মিনিট পর সেল্টার ক্রিস্টিয়ান বাস্তোস দ্বিতীয় গোলটি করেন। রোনালদো ৮৬ মিনিটে গোল ব্যবধান কমাতে পারেন মাত্র (২-১)। জাভি অ্যালোনসোর পাস থেকে গোলটি করেন তিনি। ফিরতি লেগে ১-০ গোলে জিতলে রিয়াল মাদ্রিদ শেষ আটে যেতে পারে। তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। এই ম্যাচের প্রথম অর্ধেই ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
অ্যাথলেটিকো বিলবাও ও এইবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেভিয়া প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে মার্য়োকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অনেকটা চলেই গেছে বলা চলে।
অ্যাথলেটিকো মাদ্রিদ বেশ ইতিবাচক ফলাফল পেয়েছে প্রথম লেগে। অ্যাথলেটিকোর দিয়েগো কস্টা দুটি এবং ফিলিপ লুইস একটি গোল করেন। আর জয়ও এসেছে তাদের ৩-০ ব্যবধানে।
বুধবারের ফল
অ্যাথলেটিকো বিলবাও ১ এইবার ১
কর্ডোবা ০ বার্সেলোনা ২
মার্য়োকা ০ সেভিয়া ৫
অ্যাথলেটিকো মাদ্রিদ ৩ গেটাফে ০
সেল্টা ভিগো ২ রিয়াল মাদ্রিদ ১