রাত ১২-১ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন নিউইয়র্কে প্রবাসী বাঙালিরা। একইসঙ্গে তারা যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্থানীয়, সময় শুক্রবার দিবাগত রাতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের 'ডাইভারসিটি প্লাজায়' কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। কর্মসূচির মধ্যে ছিল প্রদীপ শোকযাত্রা, কালরাত্রির চিত্রমালা, প্রদীপ প্রজ্বলন ও ঘোষণাপত্র পাঠ। ঘোষণাপত্রে নিউইয়র্কে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়।
হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপেক্ষা করে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বুধবার রাত ১০টার পর ডাইভারসিটি প্লাজায় জড়ো হন। পুরো ডাইভারসিটি এলাকা জুড়ে আঁকা হয় মুক্তিযুদ্ধের কাহিনী সম্বলিত বিশাল ক্যানভাস। ক্যানভাসে কালরাত্রির চিত্রকর্ম আঁকেন স্থপতি মুহাম্মদ ইকবাল হোসেন, তাজুল ইমাম, মতলুব আলী, বিশ্বজিত্ চৌধুরী, সৈয়দ আজিজুর রহমান, টিপু আলম, কায়সার কামাল, মাহমুদুর রহমান রোকন, মোস্তফা আরশাদ প্রমুখ। সমাবেশে বক্তব্য দেন সউদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, ড. প্রদীপরঞ্জন করম শরাফ সরকার, ফরাছত আলী, রাশেদ আহমেদ ও ডা. মাসুদুল হাসান, নিনি ওয়াহেদ প্রমুখ। উপস্থিত ছিলেন মিনহাজ আহম্মেদ শাম্মু, জিএইচ আরজু, মিথুন আহমেদ, লুত্ফুন নাহার লতা, আকবর হায়দার কিরণ প্রমুখ। সঞ্চালক ছিলেন ফাহিম রেজানূর। প্রদীপ প্রজ্বলন করে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীসহ লাখো শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া মোমবাতি প্রজ্বলন করেন। ঘোষণাপত্র পাঠ করেন মিথুন আহমেদ। ঘোষণাপত্রে বলা হয়, প্রবাস জীবনে নানা সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার তাগিদ নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে এসেছি। ঘোষণাপত্রে আশরাফুজ্জামান খানকে ধর্মীয় সংগঠন মুসলিম উম্মাহ ও ইকনা থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক এনায়েত করিম বাবুল, আমান-উদ-দৌলা, কবি আদনাদ সৈয়দ, আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, জাকারিয়া চৌধুরী, তৈয়বুর রহমান টনি, শাহাদাত হোসেন, আব্দুল মালেক, হেলাল মাহমুদ, কাজী আজিজুল হক খোকন, রুহেল চৌধুরী, আব্দুল হামিদ, টিটু রহমান, স্বীকৃতি বড়ুয়া, আনোয়ার হোসেন, মোর্শেদা কাঁকন, আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া, তাহমিনা শহীদ, সাবিনা হাই উর্বি, মনিকা রায়, সিসিলিয়া আরজু, সেমন্তী ওয়াহেদ প্রমুখ।