এসএসসি পরীক্ষার বাংলা ১মপত্র আতাউর রহমান সায়েম সাবেক শিক্ষক সেন্ট গেগ্ররিজ হাই স্কুল, ঢাকা গতকালের পর ২৪। কবি ডি.এল. রায় এদেশে মৃত্যবরণ করতে চান, কারণ- i. এদেশের প্রাকৃতিক দৃশ্য কবিকে মোহিত করেছে ii. জন্মভূমিতে মৃত্যুবরণ করলে তাঁর আত্মা শান্তি পাবে iii. কবির কাছে জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় বলে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও: জহির রায়হানের 'হাজার বছর ধরে' উপন্যাসে দেখা যায়— হালিমা, আমেনা, ফাতেমাসহ অনেক নারী স্বামীর নির্যাতনের শিকার। এ নারীদের বিশ্বাস- স্বামীর পুরো হুকুম মানা এবং দাসীর মতো পরিশ্রম করাই তাদের প্রধান কাজ। আর শাস্তি! ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মেনে নেয়। ২৫। উদ্দীপকের মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ অধ্যায় কোনটি? (ক) অপূর্ব ক্ষমা (খ) ছুটি (গ) মহেশ (ঘ) জাগো গো ভগিনী ২৬। উক্ত অধ্যায়ের সাথে সঙ্গতিপূর্ণ বাক্য কোনটি? (ক) জাএদা কাঁদিয়াছিলেন কিনা, তাহা কেহ লক্ষ করে নাই (খ) নারীর অন্তর, বাহির, মতিস্ক,হূদয়, সবই দাসী হইয়া পড়িয়াছে (গ) ওরে ফটিক, বাপধন রে! (ঘ) আমিনা তেমনি অধোমুখে দাঁড়াইয়া রইল ২৭। কোন্ কোন্ শব্দের প্রয়োগে সত্যেন্দ্রনাথ দত্ত অত্যন্ত সুদক্ষ ছিলেন? (ক) আরবি ও ফরাসি (খ) ফারসি ও আরবি (গ) উর্দু ও আরবি(ঘ) উর্দু ও ফারসি ২৮। 'বাংলাদেশের জনগণ কাকে 'জননী সাহসিকা' অভিধায় অভিষিক্ত করেছেন? (ক) কামিনী রায় (খ) সুফিয়া কামাল (গ) জাহানারা ইমাম (ঘ) বেগম রোকেয়া ২৯। মায়ের চোখ ঝাপসা কেন? (ক) খোকার করুণ অবস্থা দেখে (খ) খোকার হাসিমুখ দেখে (গ) নতুন শাড়ি দেখে (ঘ) বয়স হওয়ার কারণে ৩০।'সাইফুল্লাহ' বা 'আল্লাহর তরবারি' কার উপাধি ছিল? (ক) খালিদ ইবনে ওয়ালিদ (খ) হযরত উমর (রা) (গ) হযরত আবু বকর (রা.) (ঘ) ইবনে সিনা ৩১। ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়'— এ কথার তাত্পর্য হলো— i. মানুষ খারাপটাকে গ্রহণ করতে চায় ii. মানুষ কুরুচি দ্বারা সংক্রামিত হয় iii. মানুষ কুরুচি দ্বারা উত্সাহিত হয় নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপক থেকে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও: সুখের সঙ্গ ছেড়ে করি দুঃখের সঙ্গে বসবাস— ইহাই আমার ব্রত হউক, ইহাই আমার অভিলাষ। পরের দুঃখে কাঁদতে শেখা তাহাই শুধু চরম নয়, মহত্ দেখে কাঁদতে জানা— তবেই কাঁদা ধন্য হয়। ৩২। উদ্দীপকের বক্তব্য কোন্ কবিতার ভাববস্তকে নির্দেশ করে? (ক) কপোতাক্ষ নদ (খ) মাগো ওরা বলে (গ) পরার্থে (ঘ) শহিদ স্মরণে ৩৩। উল্লিখিত বক্তব্য সমর্থন করে যে / যে যে মন্তব্যকে, তা হলো— i. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ ii. অন্যের দুঃখ-কষ্টের প্রতি নিজেকে সমৃক্ত করা iii. ভোগ নয়, ত্যাগেই জীবনের স্বার্থকতা নিহিত নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩৪। মাইকেল মধুসূধন দত্ত কত খ্রিষ্টাব্দে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন? (ক) ১৮৪৩ খ্রিষ্টাব্দে (খ) ১৮৫৩ খ্রিষ্টাব্দে (গ) ১৮৬৩ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৭৩ খ্রিষ্টাব্দে ৩৫। হযরত মুহম্মদ (স) মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? (ক) মদিনাবাসীর নিমন্ত্রণ রক্ষার্থে (খ) সাহাবীদের সাথে দেখা করার জন্য (গ) মদিনাবাসীকে ইসলামী দাওয়াত প্রচার করার জন্য (ঘ) মক্কাবাসীর নির্যাতন সহ্য করতে না পেরে ৩৬। কবির কাছে 'প্রাণময় মহত্ কবিতা' কী? (ক) শহিদের রক্তস্নাত বাংলাদেশ (খ) শত্রুর বিরুদ্ধে অস্ত্রধারণ (গ) শত্রুহননের আহ্বান (ঘ) মুক্তিযোদ্ধার আত্মদান ৩৭। পল্লিকবি জসীমউদ্দীনের 'চলে মুসাফির' গ্রন্থটি কোন্ ধরনের গ্রন্থ? (ক) কাব্যগ্রন্থ (খ) প্রবন্ধগ্রন্থ (গ) গল্পগ্রন্থ (ঘ) ভ্রমণকাহিনী নিচের উদ্দীপক থেকে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও: হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো জান কবুল আর মান কবুল আর দেবো না, আর দেবো না ওক্তে বোনা ধান মোদের প্রাণ হো। ৩৮। উদ্দীপকের ভাবের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা কোনটি? (ক) অভিযাত্রিক (খ) দুর্মর (গ) স্বাধীনতা তুমি (ঘ) শহিদ স্মরণে ৩৯। উক্ত ভাবের সাথে সঙ্গতিপূর্ণ চরণ কোনিট? (ক) যখন বুকের রক্ত লিখেছি একটি নাম বাংলাদেশে (খ) এই স্বাক্ষর তরুণ প্রাণের অরুণ রক্তক্ষরা (গ) অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক (ঘ) হয় ধান নয় প্রাণ— এ শব্দে সারা দেশ দিশাহারা ৪০। 'ছয়জনাতে সিঁদ কাটিছে'— এখানে 'ছয়জনা' বলতে কাকে বুঝানো হয়েছে? (ক) পঞ্চ ইন্দ্রিয় (খ) ষষ্ঠ ইন্দ্রিয় (গ) ষড়রিপু (ঘ) ছয়জন চোর উত্তর: ২৩। খ ২৪। ঘ ২৫। ঘ ২৬। খ ২৭। খ ২৮। খ ২৯। ক ৩০। ক ৩১। ঘ ৩২। গ ৩৩। ঘ ৩৪। ক ৩৫। ঘ ৩৬। ক ৩৭। ঘ ৩৮। খ ৩৯। ঘ ৪০ গ।
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
দলের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'নাটক করার জন্যই আওয়ামী লীগ সংলাপ চালিয়ে যাচ্ছে'। আপনিও কি তাই মনে করেন?
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
জানুয়ারী - ২০
ফজর ৫:২৩ যোহর ১২:১০ আসর ৪:০১ মাগরিব ৫:৪০ এশা ৬:৫৬
সূর্যোদয় - ৬:৪২ সূর্যাস্ত - ০৫:৩৫
বছর
:
২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৮ ২০১৯ ২০২০ ২০২১
মাস
:
জানুয়ারী ফেব্রুয়ারী মার্চ এপ্রিল মে জুন জুলাই আগষ্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর