কুমিল্লার সেরা স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি যুদ্ধ
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে শিশু শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ। অভিভাবকরা তাদের সন্তানকে নগরীর ভাল মানের একটি স্কুলে ভর্তির উপযোগী করে তোলার জন্য রাত-দিন প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাউজ টিউটরের পাশাপাশি সন্তান নিয়ে ছুটছেন কোচিং সেন্টার ও একাধিক প্রাইভেট শিক্ষকের কাছে। তবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে বলছেন, বিরোধী দলের লাগাতার হরতাল, অবরোধ, পেট্রোল বোমা-ককটেল বিস্ফোরণসহ জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের কারণে শিশু ও তাদের অভিভাবকরা আতংকগ্রস্ত হয়ে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পায় না। উদ্বিগ্ন অভিভাবকরা সন্তানের ভর্তি নিশ্চিত করার পথ খুঁজতে আগেভাগেই রাজনৈতিক ও প্রশাসনিক লবিং শুরু করে দিয়েছেন। ইতিহাস-ঐতিহ্য আর শিক্ষা-সংস্কৃতির পাদপীঠখ্যাত প্রাচীন জেলা কুমিল্লা নগরীর নামকরা কয়েকটি স্কুলের ভর্তি তথ্য ঃ
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঃ প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার জানান, ৩য় ও ষষ্ঠ শ্রেণির লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩য় শ্রেণির ১২০ আসনের বিপরীতে ১৯৯৮ জন ও ৬ষ্ঠ শ্রেণির ১৮০ আসনের বিপরীতে ১৮৯২ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
কুমিল্লা জিলা স্কুল ঃ স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার জানান, ৫ম ও ষষ্ঠ শ্রেণির লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ স্কুলে ৫ম শ্রেণিতে ১২০টি আসনের বিপরীতে ২০৯১ জন ও ৬ষ্ঠ শ্রেণিতে ২৪০ আসনের বিপরীতে অংশ নিচ্ছে ২৭২০ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ ঃ কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভুঁইয়া জানান, সীমিত আসনের ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণিতে ভর্তিচ্ছুদের ১০০ নম্বরের পরীক্ষা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে না, তবে জেএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ'র ভিত্তিতে শূন্য আসনে ভর্তি করা হবে।
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ঃ কুমিল্লা ইপিজেড পরিচালিত এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা জানান, নার্সারি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তির ফরম বিতরণ ও জমাদানের শেষ তারিখ ৩০ ডিসেম্বর। নার্সারি থেকে কেজি এবং ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
কুমিল্লা মডার্ন স্কুল ঃ এ স্কুলে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ভর্তি ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন ৩১ ডিসেম্বর। ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষা আগামী ৮ জানুয়ারি এবং ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির পরীক্ষা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ ঃ এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সফিকুল আলম হেলাল জানান, কেজি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে ভর্তির ফরম সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৮ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর কেজি থেকে প্রথম শ্রেণির ভর্তি লটারির মাধ্যমে এবং ২য় থেকে ৯ম শ্রেণির ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম বলেছেন, 'বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া সুখবর না হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন করতে হচ্ছে'। আপনিও কি তাই মনে করেন?