'গণতান্ত্রিক রূপান্তরের ছদ্মবেশে সেনাশাসন চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রের' অভিযোগ তুলে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কড়া সমালোচনা করেছে সে দেশের আরেকটি দল। সাবেক প্রধানমন্ত্রী উ নুর দল পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্টির (পিডিপি) জ্যেষ্ঠ নেতা বো অং ডিন বলেছেন, "আমার দেশে এখন আমরা সেনাবাহিনী এবং অং সান সু চির মধ্যে অতি সূক্ষ্ম কিন্তু কার্যকর সহযোগিতামূলক সম্পর্ক দেখতে পাচ্ছি।"
১৯৬২ সালে সেনা অভুত্থানে ক্ষমতা হারানোর সাত বছর পর ১৯৬৯ সালে পিডিপি গঠন করেন মিয়ানমারের প্রথম প্রধানমন্ত্রী উ নু। জেনারেল নি উইনের নেতৃত্বে সেনাবাহিনী তার সরকারকে উত্খাত করে। এরপর সেনাশাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পিডিপি।
ভারত সফররত বো অং ডিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, "সেনাবাহিনী মিয়ানমারকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী অর্থনীতির দেশ থেকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটিতে পরিণত করেছে।" মিয়ানমারে গণতান্ত্রিক রূপান্তরের যে প্রক্রিয়া চলছে তাতে সহযোগিতা দেয়ায় জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোরও সমালোচনা করেন তিনি।
"এই দ্বৈততা চলতে পারে না। সর্বত্র সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকা অবস্থায় একই সময়ে কীভাবে গণতন্ত্র চলতে পারে? জনগণের ওপর যে নৃশংসতা চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর বার্মার সেনাবাহিনী যে নিষ্ঠুরতা চালিয়েছে তা না দেখে থাকে কীভাবে বিশ্ব?" বিভিন্ন পর্যায়ে সেনাবাহিনীর কর্তৃত্ব রেখেই ক্ষমতায় আসার জন্য অং সান সু চি সামরিক জান্তার সঙ্গে সমঝোতা করেছেন বলেও অভিযোগ করেন বো অং ডিন।
গণতন্ত্রের জন্য মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থতা এবং অং সান সু চিকে দেশের একমাত্র নেতা হিসেবে বিবেচনা করায় জাতিসংঘের সমালোচনা করেন এই পিডিপি নেতা।