অনুশীলন পাতায় বিসিএস, অনান্য চাকুরী প্রত্যাশী, ক্যাডেট কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে সাধারণজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, অসংখ্য তথ্য কিভাবে সহজে মনে রাখবেন তার কিছু কৌশল ও ছন্দ। থাকবে নমুনা প্রশ্ন। যে কোন চাকুরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে হারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে তাতে এ নিয়মিত বিভাগটি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিঃসন্দেহে সাহায্য করবে। 'মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান শেখা- টেকনাফ থেকে তেতুঁলিয়া'সহ বিভাগটিতে নিয়মিত লিখছেন 'বিসিএস স্পেশাল ম্যাপ' এর সম্পাদক জাহিদ সোহেল (বিসিএস, শিক্ষা)। সাধারণত মানচিত্রসমূহে আমরা এতদিন সাংকেতিক ভাষার ব্যবহার লক্ষ্য করে এসেছি কিন্তু এই মানচিত্রে রয়েছে দেশের/জেলার গুরুত্বপূর্ণ তথ্য-ইতিহাস, স্থাপনা, স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের সচিত্র তথ্য।
প্রিয়, শিক্ষার্থী বন্ধুরা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীবৃন্দ আজকের "মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান :টেকনাফ থেকে তেতুঁলিয়া" বিভাগে থাকছে চট্টগ্রাম জেলা। এ জেলা থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আপনি যদি মানচিত্রের সাথে মিলিয়ে এ বিষয়গুলো অধ্যয়ন করেন তাহলে এসব প্রশ্নের উত্তরগুলো আপনার মনে রাখা ও উত্তর দেয়া অনেক সহজ হবে।
নমুনা প্রশ্ন : বাংলাদেশের সর্ব প্রথম জেলার নাম কি, এটি কত সালে গঠিত? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি? এটি কত সালে গঠিত হয়? চট্টগ্রাম জেলার পূর্ব নাম কি? স্বন্দীপ, কর্ণফুলী নদী, মিলিটারী একাডেমি, নেভাল একাডেমি, মহামুনি বিহার— এগুলো কোন জেলায় অবস্থিত? এবার মানচিত্র থেকে উত্তরগুলো জানার চেষ্টা করুন।
ছন্দে শেখা, আনন্দে মনে রাখা
প্রিয় বন্ধুরা, ' ছন্দে শেখা, আনন্দে মনে রাখা' এ বিভাগে আজ থাকছে 'গ্যাসক্ষেত্র' নিয়ে ছন্দ। মনে রাখার দারুণ সব 'ছন্দ ও কৌশল' আপনারাও পাঠাতে পারেন এ বিভাগে।
একক : [নিউটনের ওজন ও বলে, ওয়াটের ড়্গমতায়/ জুলের কাজ, শক্তি ও তাপ বৃদ্ধি পায়!]
* ব্যাখ্যা : ওজন ও বলের একক নিউটন (N)। ক্ষমতার একক ওয়াট (W)। কাজ, শক্তি ও তাপের একক জুল (J)।
ভাইরাস গঠিত রোগ : এই পলির মা হারজিত্ হবে কি হেডে?
ব্যাখ্যা : এইডস, ইনফ্লুয়েঞ্জা। পলিও, মাম্পস। হার্পিস, জলাতঙ্ক। হাম, বসন্ত। হেপাটাইটিস। ডেঙ্গু।