গতকাল রবিবার চলতি বছরের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় শেয়ারবাজারেই সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে বিদেশি বিনিয়োগ আনতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশমালা প্রণয়নে কমিটি গঠন করায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রবণতা পড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই'র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ২৭৬টি কোমপানির ৬ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৫৯৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২৪৯ কোটি ৫০ লাখ ২ হাজার ৬৭৯ টাকা। যা আগের দিনের চেয়ে ২১ কোটি ৭৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে ডিএসই'র প্রধান ১০টি কোমপানি হলো- বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, তিতাস গ্যাস, প্রাইম ব্যাংক, এনবিএল, সামিট পাওয়ার ও ঢাকা ডাইয়িং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- রিলায়েন্স ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ২য় আইসিবি, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, অরিয়ন ইনফিউশন, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, ঢাকা ডাইয়িং, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও ৭ম আইসিবি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- বিআইএফসি, এফএএস ফাইন্যান্স, কোহিনুর কেমিক্যাল, ৫ম আইসিবি, এনএইচএফআইএল, আইসিবি ইসলামিক, আইসিবি, সোনালী আঁশ, পিএফ ১ম মিউচুয়াল ফান্ড ও আইসিবি ইসলামি ব্যাংক।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই- ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট ১৮০টি কোমপানির ৬৯ লাখ ৫ হাজার ৯৪৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৫৩৯ টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ১২৭ টাকা কম। লেনদেনকৃত ১৮০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।