পদার্থবিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
অধ্যায়-৫ (কাজ ক্ষমতা ও শক্তি)
১। ক্ষমতার মাত্রা কোনটি?
ক. MLT-2 খ. ML2T-3
গ. ML2T-2 ঘ. LT-2
২। 1 H.P = কত ওয়াট?
ক. 746w খ. 621w
গ. 476w ঘ. 674w
৩। তড়িত্ কোষে রাসায়নিক শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়?
ক. শব্দ খ. তাপ
গ. তড়িত্ ঘ. চৌম্বক
৪। জল-বিদ্যুত্ উত্পাদনে পানির কোন শক্তি ব্যবহূত হয়?
ক. বিভব শক্তি খ. গতি শক্তি
গ. উভয়ই ঘ. একটিও নয়
৫। কোন রাশি দুটি অভিন্ন?
ক. বেগ ও ত্বরণ খ. বল ও সরণ
গ. দ্রুতি ও সময় ঘ. কাজ ও শক্তি
৬। 20N বল বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60° কোন করে 5m সরালে কাজের পরিমাণ কত?
ক. 20J খ. 100J
গ. 50J ঘ. 10J
৭। বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি ———— হবে?
ক. তিনগুণ খ. চারগুণ
গ. ছয়গুণ ঘ. আটগুণ
৮। কোনটি ক্ষমতার একক নয়?
ক. জুল/সেকেন্ড খ. ওয়াট
গ. নিউটন-মিটার-সেকেন্ড
ঘ. নিউটন-মিটার/সেকেন্ড
৯। 1MW = ওয়াট
ক. 105 ওয়াট খ. 104 ওয়াট
গ. 106 ওয়াট ঘ. 10-6 ওয়াট
১০। কোনটির উপর অভিকর্ষজ বিভব শক্তি নির্ভর করে না?
ক. ভর খ. সময় গ. ত্বরণ ঘ. উচ্চতা
উত্তরমালা
১.খ ২.ক ৩.গ ৪.ক ৫.ঘ ৬.গ ৭.খ ৮.গ ৯.গ ১০.খ
অধ্যায়-৬ (তরল ও বায়বীয় পদার্থ)
১। চাপের একক কোনটি?
ক. Nm-2 খ. N/m2গ. Pa ঘ. সবগুলো
২। হাইড্রোলিক প্রেসে কয়টি ভালব আছে?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ১টি
৩। একটি বস্তুর ঘনত্ব 2500kg-m3 হলে আপেক্ষিক গুরুত্ব কত?
ক. 15 খ. ০.15 গ. 150 ঘ. 2.5
৪। ঘনত্বের মাত্রা কোনটি?
ক. ML-1T-1 খ. ৫ ML-3
গ. MI3 ঘ. MLT-2
৫। কোনটি চাপের উপর নির্ভরশীল নয়?
ক. পৃষ্ঠের ক্ষেত্রফল খ. গভীরতা
গ. ঘনত্ব ঘ. অভিকর্ষজ ত্বরণ
৬। কোন বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা কম হলে কি ঘটবে?
ক. বস্তু তরলে ভাসবে খ. বস্তু তরলে ডুবে যাবে
গ. বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে ঘ. কোনটিই নয়
৭। সোনার আপেক্ষিক গুরুত্ব কত?
ক. 16 খ. 17
গ. 18 ঘ. 19.3
৮। আপেক্ষিক গুরুত্বের একক কোনটি?
ক. kg-m-3 খ. kgm-3
গ. কোন একক নাই ঘ. kg-m2
৯। ব্রাহ্মা প্রেস কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে?
ক. বল বৃদ্ধিকরণ নীতি
খ. আর্কিমিডিসের নীতি
গ. প্যাসকেলের নীতি
ঘ. নিউটনের সূত্র
১২। কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে তাপমাত্রার পানিকে প্রমাণ বস্তু ধরা হয়?
ক. 40°C খ. 272k
গ. ক ও খ উভয়ের ঘ. 5°C
উত্তরমালা
১.ঘ ২.খ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.গ ৯.ক
সপ্তম অধ্যায় (তরঙ্গ)
১। স্পন্দন গতি কোন ধরনের গতি?
ক. পর্যাবৃত্ত গতি খ. সরল রৈখিক গতি
গ. কৌণিক গতি ঘ. সরল ছন্দিত গতি
২। পর্যাবৃত্ত গতি কোন ধরনের হতে পারে?
ক. বৃত্তাকার খ. উপবৃত্তাকার
গ. সরল রৈখিক ঘ. ক+খ+গ
৩। কোন তরঙ্গ চোখে দেখা যায় না?
ক. ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ
খ. ধানের ক্ষেতে সৃষ্ট তরঙ্গ
গ. পুকুরের পানিতে সৃষ্ট তরঙ্গ ঘ. খ+গ
৪। শব্দ কোন ধরনের তরঙ্গ?
ক. দৃশ্যমান খ. যান্ত্রিক
গ. তড়িত্ চৌম্বকীয় তরঙ্গ ঘ. ভূ-তরঙ্গ
৫। কোনগুলো তড়িত্ চৌম্বকীয় তরঙ্গ?
ক. আলো ও তাপ খ. শব্দ ও আলো
গ. তাপ ও শব্দ ঘ. আলো ও ভূ-তরঙ্গ
৬। সব তরঙ্গ কি সঞ্চারিত করে?
ক. শক্তি খ. তথ্য গ. আলো ঘ. ক+খ
৭। সবল ছন্দিত তরঙ্গ কত রকমের হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৮। কোন অবস্থানে কণাগুলোর বেগ সবচেয়ে বেশি?
ক. সাম্যবস্থায় খ. দোলায়মান অবস্থায়
গ. গতির মুহূর্ত ঘ. উপরের সবকটি
৯। অনুপ্রস্থ তরঙ্গ মাধ্যমের কণাগুলোর সুন্দনের দিকের সাথে কত ডিগ্রী কোণে অগ্রসর হয়?
ক. 180° খ. 120°
গ. 60° ঘ. 90°
১০। কোনগুলো অণুগ্রস্ত তরঙ্গ?
ক. বেতার তরঙ্গ খ. পানি তরঙ্গ
গ. শব্দ তরঙ্গ ঘ. ক+খ
১১। কোনগুলো নিয়ে একটি অণুপ্রস্থ তরঙ্গ গঠিত হয়?
ক. তরঙ্গশীর্ষ ও তরঙ্গ পাদ
খ. সংকোচন ও প্রসারণ
গ. বিস্তার ও দ্রুতি ঘ. সব
১২। বস্তুর তরঙ্গ দৈর্ঘ্যকে এর পর্যায়কাল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
ক. বিস্তার খ. তরঙ্গ বেগ গ. কম্পাংক ঘ. তরঙ্গ তীব্রতা
১৩। কম্পাংক ও পর্যায়কালের মধ্যকার সম্পর্ক কোনটি?
ক.fT =1 গ.
গ. fT =0 ঘ. fT =2
১৪। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে— তরঙ্গ বলে?
ক. যান্ত্রিক খ. পর্যাবৃত্ত
গ. তড়িত্ চৌম্বক ঘ. চৌম্বক
১৫। দশা বলতে কি বুঝ?
ক. বেগের সম্যক অবস্থান
খ. গতির সম্যক অবস্থান
গ. ত্বরণের সম্যক অবস্থান
ঘ. ধরনের সম্যক অবস্থান
১৬। কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
ক. শব্দ তরঙ্গ খ. যান্ত্রিক তরঙ্গ
গ. তড়িত্ চৌম্বকীয় তরঙ্গ ঘ. ভূ-তরঙ্গ
১৭। অণুদৈর্ঘ্য তরঙ্গে শব্দ সঞ্চালনের মাধ্যমে কি পরিবর্তন হয়?
ক. ঘনত্ব হরাস পায় খ. ঘনত্ব বৃদ্ধি পায়
গ. কোন পরিবর্তন হয় না
ঘ. ঘনত্বের হরাস-বৃদ্ধি উভয়ই হয়
১৮। নিচের কোনটি তড়িত্ তরঙ্গের উদাহরণ নয়?
ক. আলো খ. তাপ গ. শব্দ ঘ. রেডিও
১৯। পর পর দুটি তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরবর্তীকে কি বলে?
ক. দশা খ. তরঙ্গ দৈর্ঘ্য
গ. পর্যায়কাল ঘ. বিস্তার
২০। ঢাকা বেতার কেন্দ্র থেকে ৬৩০kHZ এর শব্দ সঞ্চারিত করা হয়। বেতার তরঙ্গে বেগ 3x108 m/sec হলে 1 তরঙ্গ দৈর্ঘ্য কত?
ক. 400m খ. 300m
গ. 476.19 m ঘ. 47.619m
উত্তরমালা
১.ক ২.ঘ ৩.ক ৪.খ ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.ঘ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.গ
০০০
বাংলা দ্বিতীয়পত্র
রিয়াজ লিটন,শিক্ষক
আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
বচন
০১. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?
ক. সাহেবান খ. সাহেবকুল
গ. সাহেবা ঘ. সাহেবমণ্ডলী
০২. 'বচন' শব্দটি প্রকৃতপক্ষে কিসের ধারণা দেয়?
ক. গণনার খ. সংখ্যার
গ. ক্রমের ঘ. পরিমাণের
০৩. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়?
ক. কুল, সমূহ, বৃন্দ
খ. আবলি, পুঞ্জ, রাশি
গ. বর্গ, বৃন্দ, মালা
ঘ. রাজি, নিচয়, কুল
০৪. 'হস্তি' এর বহুবচন কী?
ক. হস্তিযূথ
খ. হস্তির পাল
গ. হস্তির দল
ঘ. হস্তিরা
০৫. 'বচন' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব খ. অর্থতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
০৬. 'বচন' অর্থ কী?
ক. গণনার ধারণা
খ. ক্রমের ধারণা
গ. পরিমাপের ধারণা
ঘ. সংখ্যার ধারণা
০৭. কোনটি একবচন বোঝায়?
ক. মানুষে বলে
খ. গাছে গাছে ফল
গ. শুনবে যদি গল্পটি
ঘ. পখি সব করে রব
০৮. কেবল কোন কোন পদের বচন ভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও সর্বনাম
ঘ. ক্রিয়া ও অব্যয়
০৯. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক. গুলো খ. গণ
গ. রাশি ঘ. বর্গ
১০. পাল ও যূথ শব্দ দুটি কোথায় ব্যবহূত হয়?
ক. জন্তুর বহুবচনে
খ. জন্তুদের একবচনে
গ. উন্নত প্রাণীর বহুবচনে
ঘ. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
১১. কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত বহুবচনবাচক শব্দ কোনটি?
ক. ফুল খ. মণ্ডলী
গ. সমাজ ঘ. মালা
১২. কোন বহুবচনবোধক শব্দটি শুধু জন্তুর ক্ষেত্রে
ব্যবহূত হয়?
ক. পাল খ. মালা
গ. দাম ঘ. নিকর
১৩. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক. এটাই করিমদের বাড়ি
খ. হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
গ. বড় বড় মাঠ
ঘ. সিংহ বনে থাকে
১৪. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়?
ক. কুল, নিচয়, সকল
খ. কুল, সমূহ, বৃন্দ
গ. আবলি, পুঞ্জ, রাশি
ঘ. বর্গ, বৃন্দ, মালা
১৫. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দটি ব্যবহূত হয়?
ক. মালা খ. বর্গ
গ. কুল ঘ. গণ
১৬. 'বৃন্দ' এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
ক. ছাত্র খ. পর্বত
গ. টাকা ঘ. পক্ষী
১৭. কোনটি একবচনের উদাহরণ?
ক. পুকুরে মাছ থাকে
খ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
গ. বনে বাঘ থাকে
ঘ. মানুষ মরণশীল
১৮. প্রাণিবাচক বহুবচন কোনটি?
ক. মেঘমালা খ. শিক্ষকবৃন্দ
গ. গল্পগুচ্ছ ঘ. বচনাবলি
১৯. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত শব্দ কোনটি?
ক. সকল খ. গুচ্ছ
গ. আবলি ঘ. বৃন্দ
২০. 'বচন' ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. পারিভাষিক খ. দেশি
গ. বিদেশি ঘ. তত্সম
উত্তরমালা :
১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ, ৭. গ ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক